বর্তমান সময়ে টাইলস সবচেয়ে প্রয়োজনীয় এবং জনপ্রিয় ইন্টেরিয়র ডিজাইন মেটেরিয়াল। গ্রাহকদের পছন্দের তালিকায় হোমোজিনিয়াস টাইলস বর্তমানে অনেক বড় জায়গা দখল করে আছে।

হোমোজিনিয়াস টাইলস হচ্ছে এক প্রকার পোর্সেলিন টাইলস যার উপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠ এক ই টাইপের ম্যাটেরিয়াল দিয়ে তৈরী। তারমানে আপনি যদি উপরের পৃষ্ঠ টা গজষে তুলে ফেলেন তখনও টাইলস টায় সেইম টাইপের ম্যাটেরিয়াল ই দৃশ্যমান হবে।

রান্নাঘর এবং বাথরুমে টাইলসের ব্যবহার বেশি দেখা গেলেও বর্তমান সময়ে অনেকেই বাসায় ইন্টেরিয়র ওয়াল, ফ্লোর সব জায়গায় টাইলস এর ব্যবহার করছে।

বর্তমানে সৌখিন মানুষ বিভিন্ন ধরনের টাইলস ব্যবহারে আগ্রহী হচ্ছে। আমাদের আজকে জানবো হোমোজিনিয়াস টাইলস সম্পর্কে।

টাইলসের প্রকারভেদ

হোমোজিনিয়াস টাইলস কি সেটা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে টাইলসের ধরণ গুলো কি কি?

প্রধানত দুই ধরনের টাইলস আমরা দেখতে পাই আমাদের দালান্নের পৃষ্ঠের কাজগুলো করার জন্য।

  • একটা হচ্ছে সিরামিক টাইলস
  • আরেকটা হচ্ছে পোর্সেলিন টাইলস 

টাইলস এর উপকরণ

আপনি হয়তো ভেবে নিতে পারেন যে দুই ধরনের টাইলস দুই ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। আসলে টাইলস জিনিসটাই হচ্ছে কাদামাটিকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় এনে এটার সাথে কিছু ম্যাটেরিয়াল মিশিয়ে তৈরি করা। আমরা যে দুই ধরনের টাইলস এর কথা বললাম, পোর্সেলিন টাইলস এবং সিরামিক টাইলস দুইটাই কাদামাটি থেকেই তৈরি করা 

এদের গঠনগত বা তৈরি করার উপায়ের কিছু পার্থক্যের কারণে দুইটাকে দুই নাম দেয়া হয়েছে। যেমন সিরামিক টাইলস এর ক্ষেত্রে এটাকে তুলনামূলক কম টেম্পারেচার তৈরি করা হয় বা কম হিট দেয়া হয় এবং এটার মধ্যে মাঝখানে যে পোর স্পেস বা ছিদ্র যেগুলো দেখা যায়না এমন ছিদ্র থাকে সেটা একটু বড় থাকে। এজন্য এটা বেশি পানি শোষণ করে। পানিতে যদি রেখে দেন তাহলে তার ওজনটা বেড়ে যাবে। 

অন্যদিকে পোর্সেলিন টাইলস খুব বেশি তাপমাত্রায় তৈরি করা হয় এজন্য এটা তুলনামূলক বেশি শক্ত এবং এটার পোর স্পেস বা ছিদ্র খুব কম থাকে। একই সাথে এটা পানি শোষণ করে খুব কম। এজন্য পানিতে রেখে দিলে খুব একটা পানি শোষণ করে ভারি হয়ে যায় না। পোর্সেলিন টাইলস বেশি শক্ত হয়।

হোমোজিনিয়াস টাইলস কি?

আপনি তো জানতে এসেছিলেন হোমোজিনিয়াস টাইলস, আমি দুইটা টাইলসের কথা কেন বললাম? হোমোজিনিয়াস টাইলস হচ্ছে এক প্রকার পোর্সেলিন টাইলস যার উপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠ এক ই টাইপের ম্যাটেরিয়াল দিয়ে তৈরী। তারমানে আপনি যদি উপরের পৃষ্ঠ টা গজষে তুলে ফেলেন তখনও টাইলস টায় সেইম টাইপের ম্যাটেরিয়াল ই দৃশ্যমান হবে। আমরা বুঝতে পারলাম হোমোজিনিয়াস টাইলস পোর্সেলিন টাইলসের একটা প্রকারভেদ।

হোমোজিনিয়াস টাইলস কি

হোমোজিনিয়াস টাইলসর ব্যবহার

আমরা ইতোপূর্বে আলোচনা করেছি যে, হোমোজিনিয়াস টাইলস এর উপরের পৃষ্ঠ এবং ভিতরের পৃষ্ঠ এক ই ম্যাটেরিয়ালস এ তৈরী। এজন্য সময়ের সাথে ব্যবহারের কারণে উপরের পৃষ্ঠ ক্ষয় হতে থাকলেও টাইলস এর ডিজাইনে তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য চোখে পড়ে না।

এজন্য ফ্লোরে বা সিড়িতে যেখানে আমরা চলাফেরা করি, জুতার ঘষা লাগে সেখানে হোমোজিনিয়াস টাইলস ব্যবহার করা হয়।

হোমোজিনিয়াস টাইলসের দাম

হোমোজিনিয়াস টাইলসের দাম সিরামিক টাইলস এর চেয়ে তুলনামূলক বেশী হয় কারণ এটা ডিউরেবল। আমার দেশে এ গ্রেডের হোমোজিনিয়াস টাইলস এর মূল্য কম্পানি ভেদে ৯৫ টাকা থেকে ৩০০ টাকা প্রতি স্কয়ারফিট (পরিবেশ পরিস্থিতি অনুসারে দামের তারতম্য হহতে পারে)।

বাংলাদেশের বাজারে অনেক চায়না কম্পানির হোমোজিনিয়াস টাইলস পাওয়া যায়। এছাড়াও দেশীয় কোম্পানির  মধ্যে আকিজ সিরামিক্স সহ আরো কিছু দেশীয় কোম্পানি হোমোজিনিয়াস টাইলস প্রস্তুত করে থাকে।

আকিজ সিরামিক্সের ওয়েবসাইট থেকে আমরা হোমোজিনিয়াস টাইলস সম্বন্ধে কিছুটা জানতে পারি। এছাড়াও আরএকে কোম্পানির হোমোজিনিয়াস টাইলস রয়েছে হোমোজিনিয়াস।

শেষ কথা

আমরা অনেকেই কিছুটা সৌখিন। ভাল মানের টাইলস বাড়িতে লাগাতে চাই। হয়তো পর্যাপ্ত বাজেট আছে টাইলস লাগানোর। সে ক্ষেত্রে আমরা হোমোজিনিয়াস টাইলস এর কথা বিবেচনায় রাখতে পারি।

তবে জায়গায় আমরা সবসময় বাহিরের জুতা ব্যবহার করি যেমন সিড়ি সেখানে আমরা অবশ্যই চেষ্টা করব হোমোজিনিয়াস টাইলস ব্যবহার করতে।

যদি লেখাটি পড়ে আপনার কোন কাজে এসে থাকে তাহলে কমেন্টে আমাদের জানাতে পারেন। এছাড়াও বাড়ি নির্মাণ বিষয়ক যেকোন পরামর্শের জন্য আমাদের ফেসবুক পেইজে নক করতে পারেন । ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ।

শেয়ার করুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *