আচ্ছা বাথরুমের ফ্লোর এর জন্য যখন আমরা টাইলস লাগাতে যাই তখন আমাদের প্রথম যে ব্যাপারটা মাথায় আসে সেটা হচ্ছে, টাইলস এ পিছলে পড়ে যাব কিনা! কোন টাইলস আমাদের বাথরুমের ফ্লোর এর জন্য ভালো হবে এই ব্যাপারটা নিয়ে সবার একটু বেশি গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে বাথরুমের ফ্লোর অন্যান্য সব রুমের ফ্লোরের মত না। এখানে প্রতিনিয়ত পানি পড়ে এবং পানি পড়ার কারণে ফ্লোর পিচ্ছিল হয়ে যায়।

আমাদের বাড়িতে অনেক বৃদ্ধ বা বাচ্চা আছে যারা অনেক সময় এই ফ্লোরে স্লিপ করে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বাথরুমের ফ্লোর টাইলস লাগানোর পূর্বে বিবেচ্য বিষয়

বাথরুমের ফ্লোরে টাইলস সিলেক্ট করার ক্ষেত্রে বাড়ির মালিকের প্রধানত দুইটা ব্যাপারে চিন্তা থাকে। 

  • টাইলস এর কোয়ালিটি
  • টাইলসের স্লিপারি অর্থাৎ স্লিপ করে কিনা। 

তো আজকে আমরা আলোচনা করব মার্কেটের বাথরুমের ফ্লোর এর জন্য কি কি ধরনের টাইলস পাওয়া যায় এবং আপনার কোন ধরনের টাইলস সিলেক্ট করা উচিত হবে। 

বাথরুম ফ্লোর টাইলস এর ডিজাইন 

বাথরুমের টাইলস বানানোর ক্ষেত্রে কোম্পানিগুলো কোন ডিজাইনটাকে ফলো করে! ওয়াল টাইলস এর ক্ষেত্রে তারা তিন ধরনের ডিজাইন ব্যবহার করে থাকে। 

  • সবার উপরে থাকে লাইট শেড 
  • মাঝখানে থাকে ডিজাইন শেড (যেটা বাথরুমের সাথে রিলেটেড)
  • নিচে থাকে ডার্ক শেড

নরমালি কোম্পানিগুলো বাথরুমের ওয়ালের জন্য এই তিন ধরনের টাইলস এর ডিজাইন প্রস্তুত করে থাকে। 

Bathroom tiles idea

ফ্লোরের জন্য কোন ধরনের টাইলস ভালো?

বাথরুমের টাইলস গুলো টোটাল একটা সেটে বিন্যস্ত থাকে। মানে সবগুলো কালার একটা ম্যাচিং টাইপের হয়। যেমন ওয়ালের নিচের অংশটা ডার্ক কালার, মাঝের অংশে সাধারণত একটা ডিজাইন থাকে, আবার উপরের অংশটা লাইটা বা হালকা কালার। উল্টাটাও হয়।

বাথরুমের ফ্লোর টাইলসের কালার সিলকশনের ক্ষেত্রে অবশ্যই বাথরুমের ওয়াল টাইলস এর যে তিনটি কালারে বিন্যস্ত আছে সেগুলোর মধ্যে একটি কালারের ফ্লোর টাইলস নির্বাচন করতে হবে। তারমানে ওয়াল টাইলস নির্বাচনের ক্ষেত্রে ফ্লোর টাইলস কোন কালারের নিব সেটা আগেই চিন্তা করে ফেলতে হবে। 

এখন ডিজাইন মনমুগ্ধকর করার জন্য আপনাকে ওয়ালে যে ডিজাইনের টাইলস লাগিয়েছেন সেই সেইম টাইপের ডিজাইনের টাইলস ফ্লোরে লাগানোর চেষ্টা করতে হবে। যদিও ফ্লোরে আমরা আর ডিজাইনযুক্ত টাইলস ইউজ করব না। ওয়ালের যে তিনটা কালার হইছে ( লাইট, ডার্ক এবং ডিজাইন) ওই তিনটার কোন একটা সাথে যাতে ফ্লোরে টাইলস এর কালার মিল থাকে। তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে। 

এখন সমস্যা হচ্ছে সব সময় ওয়াল টাইলস এর কালার এর ম্যাচিং কালার টাইলস ফ্লোর এর জন্য সবসময় অ্যাভেলেবল থাকে না।

এই সমস্যা কিছুটা সমাধান করা যায় যদি আপনি ওয়াল টাইলস এর যে তিনটা টাইলসের শেড রয়েছে (ডার্ক, লাইট এবং ডিজাইন- ডিজাইনে হয়ত একাধিক কালার থাকতে পারে) উইথ ইন্টার যেকোনো একটা কালারকে ফ্লোর টাইলস হিসেবে ব্যবহার করেন।

এক্ষেত্রে সাজেশন থাকবে বাথরুমের ফ্লোরে অবশ্যই ম্যাচিং যে টাইলস বা যেটা কিনা চকচক করে না সেই টাইসটা অবশ্যই ব্যবহার করবেন।

Bathroom tiles idea

প্রো টিপস

যদি আপনি একান্তই গ্লাসি টাইলস লাগাতে চান সে ক্ষেত্রে 

এখন এক ধরনের স্যান্ডেল পাওয়া যায় যেগুলো আসলে ওই গ্লসি টাইলসের উপর স্লিপ করে না। যদিও এটা খুব ভালো সমাধান না। কারণ জুতাকে আপনি এতটা ভরসা করতে পারবেন বলে আমার মনে হয় না। তবুও এটা প্রচার করা হয় যে ওই জুতাগুলো স্লিপ করে না।

টাইলস এর কুয়ালিটি

আচ্ছা এখন আসি কুয়ালিটিতে। অনেকে আছেন যারা বাথরুমের ফ্লোরে টাইলস এর কুয়ালিটি নিয়ে বেশ সচেতন।ডিজাইনের সামঞ্জস্য রাখার জন্য প্রথমে মাথায় রাখতে হবে যে ওয়ালের টাইলস যে কোম্পানির দিতে চাচ্ছেন ফ্লোর টাইলস সেই কোম্পানির নেয়ার চেষ্টা করতে হবে। নয়তো আপনার ডিজাইন খাপছাড়া হয়ে যাবে এবং দেখতে খুব একটা ভালো লাগবে না।

সেজন্য কেনার আগেই চেষ্টা করবেন টোটাল টা (ওয়াল এবং ফ্লোর) যাতে একই কোম্পানির হয় কারণ আপনি যদি এক কোম্পানির ওয়াল টাইলস কিনে ফেলেন সে ক্ষেত্রে অন্য কোম্পানির সেইম কালার ফ্লোর টাইলস খুঁজে পাওয়া বেশ কঠিন কাজ হয়ে যেতে পারে।সে ক্ষেত্রে দেখা যাবে আপনি ভিন্ন কালারের ফ্লোর টাইলস ইউজ করছেন এবং ডিজাইন টা খুব হযবরল হয়ে গেছে। তাই আগেই দোকানে কথা বলে নিতে হবে পুরো সেট আছে কি না।

শেষ কথা

আশা করি উপরের আলোচনা আপনাকে বাথরুমের ফ্লোর টাইলস সিলেক্ট করার ক্ষেত্রে কিছুটা হলেও সাহায্য করবে। যদি সাহায্য করে থাকে তাহলে আমাদের এই আর্টিকেলটা বন্ধুদের সাথে হোয়াটসেপ বা ফেসবুকে শেয়ার করতে পারেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের অ্যাপ্রিশিয়েট করতে পারেন।

এছাড়াও বাড়ি নির্মাণ রিলেটেড আরো অনেক আর্টিকেল এবং আরো অনেক জিজ্ঞাসা, প্রশ্নের উত্তর আমাদের এই সাইটে আপনি পেয়ে যাবেন।

এছাড়াও বাড়ি নির্মাণ সংক্রান্ত যেকোন জিজ্ঞাসা বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেইজে।

শেয়ার করুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *