আমাদের সম্পর্কে,
নিজের বাড়িতে থাকা প্রতিটি বাঙালির জন্য স্বপ্নের মত। আমরা আমাদের কর্মব্যস্ত জীবনে খুব ক্ষুদ্র একটা সময় নিজের বাড়িতে থাকতে পারি। আমাদের সবারই স্বপ্ন থাকে, নিজেদের একটা বাড়ি হোক কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে করতে অধিকাংশ মানুষের জীবনের একটা বড় সময় পার হয়ে যায়।
সবকিছুকে গুছিয়ে নিয়ে যখন আমরা আমাদের স্বপ্নের বাড়িটি তৈরীর জন্য কাজে নেমে পড়ি তখনই আশপাশের নানান অসুবিধা নানান কনফিউশন আমাদেরকে ঘিরে ধরে। কষ্টের টাকাটা সঠিকভাবে খরচ হবে কিনা, আমরা সঠিকভাবে আমাদের স্বপ্নের বাড়িটি সম্পন্ন করতে পারবো কিনা ইত্যাদি। আমাদের এতদিনের জমিয়ে রাখা টাকা দিয়ে যখন আমরা স্বপ্নের বাড়ি করতে যাই তখন আমরা ভয় পাই এত দিনের পরিশ্রমের অর্থ আমরা আমাদের স্বপ্নের বাড়ির পেছনে সঠিকভাবে খরচ করতে পারব কিনা।
এখানে খুবই স্বাভাবিক ব্যাপার যে আমি হয়তো কোন টেকনিক্যাল সাইটের মানুষ না। অথবা আমি আগে কখনো বাড়ি নির্মাণ ব্যাপারটার সাথে ডিল করি নাই।
বাড়ি করবো ডট কম এখানে আপনার জন্য একটি ভালো সমাধান নিয়ে এসেছে। আমরা কয়েকজন বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন বিএসসি ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট মিলে এই বাড়ি করব ডটকম তৈরি করেছি।
এখানে আমরা চাই নতুন যারা বাড়ির মালিক হতে যাচ্ছেন বা নিজেদের বাড়ি করতে যাচ্ছেন তারা যাতে দোকানদার বা কন্ট্রাক্টর বা রাজমিস্ত্রিসহ বিভিন্ন ধরনের মানুষের দ্বারা চালাকির শিকার হয়ে বিভিন্ন ধরনের ভুল সিদ্ধান্ত না নেয়, তাদেরকে একটি সঠিক গাইডলাইন দিতে।
এই ওয়েবসাইটে বিভিন্ন ব্যাপার আমরা তুলে ধরার চেষ্টা করেছি কন্সট্রাকশন মেটারিয়ালস কিনা বা মালামাল কেনা, রাজমিস্ত্রি নিয়োগ, রক্ষণাবেক্ষণের জন্য ইঞ্জিনিয়ার নিয়োগ, ভালো মালামাল চেনার উপায়, মালামাল মেইনটেইন্যান্স এবং রাজমিস্ত্রি ছাড়াও নিজের দায়িত্বে বিল্ডিংয়ের যেসব যত্ন নেয়া প্রয়োজন সেইসব ব্যাপার আমরা এখানে আলোচনা করব। এছাড়াও ঘর সাজানোর জন্য কি কি ব্যাপার খেয়াল রাখা উচিত এই ব্যাপারেও আমরা এখানে পরামর্শ দিয়ে থাকি।
এছাড়াও কমেন্টের মাধ্যমে আমাদের রিডারদের বিভিন্ন জিজ্ঞাসা এবং বিভিন্ন কনফিউশন দূর করতে আমরা চেষ্টা করে থাকি। আমরা চাই একজন মানুষের অনেক কষ্টের সঞ্চিত টাকা দিয়ে যখন সে একটা বাড়ি করবে তখন সে যাতে জিনিসটা নিয়ে পরবর্তীতে কোনো আফসোস না করে।
আশা করি যারা আমাদের ব্লগ পড়েন তাদেরকে আমরা আমাদের পাশে পাব এবং আপনারা বেশি বেশি করে এটা শেয়ার করবেন যাতে সেসব মানুষের উপকার হয় যারা নতুন বাড়ি নির্মাণ করছে বা করতে চাচ্ছে।
কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন যাতে আমরা পরবর্তীতে এ ধরনের লেখা প্রতিনিয়ত প্রকাশ করে যেতে পারি।
আরো কি কি টপিকে আপনাদের প্রবলেম সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের উত্সাহ দিবেন যাতে এটা দেখে আমরা ইন্সপাইরেশন পাই। যেটা আমাদেরকে পরবর্তীতে এ ধরনের লেখা কন্টিনিউ করতে অনুপ্রাণিত করবে।