২০১২ সালে শুরু করা আকিজ সিরামিকস বর্তমানে বাংলাদেশের সিরামিক মার্কেটের ১২ শতাংশ শেয়ার দখল করে আছে । দেশে সিরামিকের মোট বাজার প্রায় 11 হাজার কোটি টাকা। তারমানে আকিজ সিরামিকস মোটামুটি এক হাজার কোটি টাকার বাজার দখল করে আছে ।
এক সময় আমাদের দেশের প্রায় ৪৫% সিরামিক পণ্যের চাহিদা পূরণ হতো বিদেশি প্রোডাক্ট দিয়ে । কিন্তু এখন দেশীয় পণ্য দিয়ে ৯০% চাহিদা মিটে যাচ্ছে ।
বাড়িঘরে টাইলস লাগানোর ক্ষেত্রে বর্তমানে আমরা সবচেয়ে বেশি শুনি আকিজ সিরামিক টাইলস এর নাম। এছাড়াও ডিবিএল সিরামিকস, আরএকে সিরামিকস ইত্যাদি টাইলসের নাম আমরা শুনে থাকি ।
কিন্তু আকিজ টাইলসের ভেরিয়েশন এবং কালার কম্বিনেশন এর পরিমাণ এত বেশি যে একজন বাড়ি নির্মাতা যদি আকিজ টাইলস এর দোকান ভ্রমণ করে সে টাইলস পছন্দ না করে ফিরে আসতে পারবে না ।
গুরুত্বপূর্ণ নোটঃ পণ্যের দাম সর্বদাই পরিবর্তনশীল । এখানে একজন বাড়ির মালিক যাতে করে মোটামুটি ধারণা নিয়ে কাজ শুরু করতে পারে তাই একটা আইডিয়া দেওয়া হয়েছে। এটি ২০২৪ সালের শুরুর দাম।
আলোচিত বিষয়সমূহ
আকিজ ওয়াল টাইলসের দাম ২০২৪
দামের দিক থেকে অন্যান্য কোম্পানির তুলনায় আকিজের টাইলস কিছুটা সস্তা । আজকে আমরা আকিজ টাইলসের বিভিন্ন সাইজের দাম জানার চেষ্টা করব। দাম কিছুটা আপডেট হতে পারে । কিন্তু এই জায়গা থেকে আমরা মোটামুটি দাম সম্বন্ধে একটা ভালো আইডিয়া নিতে পারব এবং পরবর্তীতে দোকানে গিয়ে হয়তো স্কয়ার ফিটে কিছু টাকা কম বেশি হয়ে যেতে পারে ।
আমরা সাইজ অনুসারে টাইলসের দাম গুলো জানব । ওয়াল এবং ফ্লোর টাইলসের সাইজ আলাদা আলাদা হয়। ওয়াল টাইলস গুলা সাধারণত ৮ x ১২ ইঞ্চি অথবা ১২ x ২০ ইঞ্চি অথবা ১২ x ২৪ ইঞ্চি সাইজের হয়ে থাকে। আবার ফ্লোর টাইলসের সাইজ সাধারণত ১৬ x ১৬ ইঞ্চি অথবা ২৪ x ২৪ ইঞ্চি অথবা ৩২ x ৩২ ইঞ্চি হতে পারে।
নিচে ছবিসহ কিছু আকিজ টাইলস এর দাম জানব। প্রথমেই ওয়াল টাইলস দিয়ে শুরু করি।
৮ x ১২ ইঞ্চি আকিজ ওয়াল টাইলস এর দাম
৮ x ১২ ইঞ্চি টাইলস গুলো ৩৯ টাকা প্রতি স্কয়ার ফিট করে। এছাড়া আরেকটু ভালো কোয়ালিটির হলে ৪৮ টাকা স্কয়ার ফুট হয়। মনে রাখবেন এগুলো হচ্ছে ৮ x ১২ সাইজের টাইলস এবং প্রতি স্কয়ার ফুটে দাম।
১২ x ২০ ইঞ্চি আকিজ ওয়াল টাইলস এর দাম
১২ x ২০ ইঞ্চি আকিজ ওয়াল টাইলস সাধারণত ৭৬-৭৮ টাকার মধ্যে দাম পড়ে। এগুলো ওয়ালে ব্যবহৃত হয় । বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে।
১২ x ২৪ আকিজ ওয়াল টাইলস এর দাম
১২ x ২৪ আকিজ ওয়াল টাইলস এর দামের একটু ভ্যারিয়েশন আছে , ৮৪ টাকা থেকে শুরু করে ৮৬ এবং ৮৮ টাকা পর্যন্ত এই টাইলস এর প্রতি স্কয়ার ফিটের দাম হয় ।
এছাড়া বিভিন্ন ডিজাইন এবং অনেক রকম কালেকশন আছে । আপনি যদি কোনো বড় ডিলারের দোকান ভিজিট করেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন ভেরিয়েশনের টাইলস এর ডিজাইন পেয়ে যাবেন। আমরা আপনার সুবিধার জন্য কিছু ছবি দিয়ে দিচ্ছি । এছাড়াও সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করেও আপনার যদি অনেক পরিমাণে টাইলস লাগে সে ক্ষেত্রে নিতে পারবেন।
আকিজ ফ্লোর টাইলস 24×24 দাম বাংলাদেশ ২০২৪
এরপর আমরা আসি ফ্লোর টাইলস এ। ফ্লোর টাইলস এর সাইজ ১৬ বাই ১৬ থেকে শুরু করে ২৪ বাই ২৪ এবং ৩২ বাই ৩২ ও হয়। ১৬ বাই ১৬ আকিজ ফ্লোর টাইলসের দাম ৬৫ টাকা থেকে শুরু করে ৭২ টাকা পর্যন্ত হয়। ফ্লোর টাইলস এর ক্ষেত্রে ২৪ বাই ২৪ সাইজের টাইলস প্রতি স্কয়ার ফিট মোটামুটি ১০০ টাকা থেকে শুরু করে ১০৫ এবং ১১০ পর্যন্ত হয়।
এছাড়াও আকিজের ডাবল চার্জ নামে একটা নতুন টাইলস আছে, এটা তারা বড় বড় শপিং মল বা হেভি ট্রাফিক যে জায়গাতে সেখানে ব্যবহার করে। সেগুলোর দাম ১ স্কয়ার ফিট ১৩০ টাকা পর্যন্ত হয়।
এছাড়াও আজকে আমি আপনাদেরকে আরেকটা টাইপের টাইলসের কথা বলব যেটা আকিজে নিয়ে আসছে। সেটা হচ্ছে জায়নামাজের টাইলস ।
এটা মোটামুটি চার ফিট বাই দুই ফিট মানে আট স্কয়ারফিটের হয় এবং প্রতি স্কয়ার ফিটের দাম হয় ২০০ টাকা করে। এটার মধ্যে বিভিন্ন ধরনের মসজিদের নকশা বা কাবা ঘরের ডিজাইন এগুলো রয়েছে এবং ৮ স্কয়ার ফিটের দাম টোটাল পরে ১৬০০ টাকা। আপনারা যদি এটা নিয়ে ঘরের একটা অংশ লাগাতে চান সেক্ষেত্রে ১৬০০ টাকা দাম পড়বে।
শেষ কথা
আশা করি ২০২৪ সালে এসে আকিজ টাইলসের দাম সম্বন্ধে আপনার কিছুটা ধারণা হয়েছে। এছাড়াও দোকানে গিয়ে যাচাই-বাছাই করে আপনি আপনার পছন্দের টাইলস সিলেক্ট করতে পারেন।
যদি লেখাটি পড়ে আপনার কোন কাজে এসে থাকে তাহলে কমেন্টে আমাদের জানাতে পারেন। এছাড়াও বাড়ি নির্মাণ বিষয়ক যেকোন পরামর্শের জন্য আমাদের ফেসবুক পেইজে নক করতে পারেন । ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ।
অনেক দিন হল ৪ফিট ও দুই ফিট জায় নামাজ টাইলস চাহিদা দিয়ে সরবরাহ পাচ্ছি না। ইতি এই পূর্বে এই টাইলসে মসজিদে লাগানো আছে । কোথায় যোগাযোগ করতে। জানালে উপকৃত হব। গাইবান্ধা আদমজী জামে মসজিদ।